গফরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ উত্ত্যক্তকারী আটক

মাহবুব রহমানঃ গতকাল রবিবার দিনভর ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে ইভটিজিং ও যানজট প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ
এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো রায়হানুল ইসলাম। অভিযানকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইভটিজিং-এর অপরাধে রাঘাইচটি গ্রামের আজিজুল হাকিম, ষোলহাসিয়া গ্রামের রিয়াদ ও আলতাফ হোসেন গোলন্দাজ সেতু থেকে ষোলহাসিয়া গ্রামের ইমন নামে তিন যুবককে আটক করে পুলিশ। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ও মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে পুলিশের এই বিশেষ অভিযান। এছাড়া সড়কে অপরিকল্পিতভাবে যানবাহন রেখে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগের কারণে পুলিশ বেশকিছু পরিবহন জব্দ করে।