
মাহবুব রহমান ( ভ্রাম্যমান প্রতিনিধি): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নির্বাহী অফিসার শিদ্ধার্থ শংকর কন্ডুকে অত্র উপজেলার সকল পর্যায়ে জন পতিনিধি এবং সরকারী কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষা,কৃষি,মৎস,নারী উন্নয়ন সহ ভিবিন্ন অবকাঠামোর খাতে প্রসংশনীয় আচরনের জন্য ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট ইউএনও সন্মাননা দেওয়া হয়। বিভাগীয় উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এ সন্মাননা দেওয়া হয়। এ সন্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উল আলম, এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ্ উদ্দিন আরও উপস্থিত ছিলেন,বিশেষ অতিধি হিসেবে ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইন চেন্সেলর ড. আলী আকরব, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: খলিলুর রহমান,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের জামালপুর,শেরপুর,নেত্রকোনা জেলার জেলা প্রশাসক সহ বিশিষ্ঠ জনেরা।