গফরগাঁয়ে অস্ত্রসহ ইউপি সদস্য সহযোগী গ্রেপ্তার ২জন

মাহবুব রহমানঃ ময়মনসিংহ গফরগাঁয়ে গতকাল সোমবার রাতে উথুরি বাজারস্থ টাউয়ার এর মোড় থেকে বর্তমান ইউপি সদস্য খোকন ও সহযোগী আরো জন সহ নাইন এম এম পিস্তল,ম্যাগজিন, পাচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ এ তিন জনকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ। পুলিশ ও এলাকা সুত্রে জানা যায় খোকার বিরুদ্বে থানায় আরো মামলা রয়েছে। সে মাদক ব্যবসা অস্ত্র ব্যবসায়ী ।

৬ মাস আগে একবার নগদ টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার হয় কিছু দিন পর জামিনেও বেড়িয়ে আসে। আরও বেশ কয়েক বার মাদক ব্যবসার দায়েও গ্রেপ্তার হয়।