গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের নিউ মার্কেট রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক পৌনে ১টার দিকে নিউ মার্কেট রোড এলাকার একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচার, হার্ডওয়্যার, কাঠ, টিন, ডেকোরেটর ও লাইটিংসহ মোট ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ও টঙ্গীবাড়ী উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।