
মোস্তাক আহমদ: গতকাল সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতা অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার স্মরণে এক স্মরণসভার আয়োজন করেন অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান কায়সার স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটি।
শত-শত নেতা-কর্মীদের উপস্থিতে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাব কনফারেন্স রুম। উপস্থিত ছিলেন বিভিন্ন টেলিভিশন ও জাতীয় পত্রিকার সাংবাদিক, সম্পাদক, ও সুশীল সমাজের স্বনামধন্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও পূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি। প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, মাষ্টারদা সূর্য সেনের বিপ্লব মন্ত্রে দীক্ষিত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সৈনিক স্বাধীনতা-উত্তর বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে ও বাংলাদেশ আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সত্তরের এম.এন.এ ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সার ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের অতন্দ্র প্রহরী। তিনি আরো বলেন, তারা বড় মাপের রাজনীতিবীদ হয়েও অত্যন্ত সাবলীল জীবন যাপন করেন। তাই তারা সমকালে যেমন স্মরনীয় ছিলেন মহাকালেও স্মরনীয় থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রাজনীতি বর্তমানে রাজনীতিবীদের হাতে নেই। ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেট হামলায় হতাহতদের তিনি স্মরণ করে বলেন সেই হামলার আমিও একজন শিকার। এখনো স্বাধীনতা বিরোধীরা চক্রান্তে লিপ্ত আছে। তাই তিনি নেতা কর্মীদের সবসময় সতর্ক থাকার আহŸান জানান ও গ্রেনেট হামলা উপযুক্ত বিচার দাবি করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জনাব আমিনুল ইসলাম বলেন, পুলিন দে ও আতাউর রহমান কায়সার অত্যন্ত সৎ ও সাহসী রাজনীতিবীদ ছিলেন। তারা চট্টগ্রামের অদম্য কিংবদন্তী। তিনি আরো বলেন কখনো ব্রিটিশ সা¤্রাজ্যবাদ কখনো পাকিস্তান উপনিবেশবাদ এবং কখনো সাম্প্রদায়িকতা, মৌলবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে তারা জীবনকে উৎসর্গ করেছিলেন। বাঙালি জাতির এক নমস্য পুরুষ তারা।
উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের সিংহ পুরুষ অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান খান কায়সার ছিলেন বৃহত্তর চট্টগ্রামের আওয়ামী পরিবারের একক ও অদ্বিতীয় অভিভাবক।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন বলেন, আমাদের পুলিন দে ও আতাউর রহমানের আদর্শে বিশ্বাস করে আগামী পথ পাড়ী দিতে হবে। কারণ তারা ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ অপরাজেয় সৈনিক।
অনুষ্ঠান সালনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম। বক্তব্য প্রদান কালে তিনি বলেন, অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান কায়সার ছিলেন রাজনীতির বিরল আদর্শের নাম। তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে গেছেন। অধ্যাপক পুলিন দে বৃটিশ ও পাকিস্তান বিরোধী আন্দোলনে বলিষ্ট নেতৃত্ব দিয়ে গেছেন। কাজ করেছেন গণমানুষের জন্য, জাতির জন্য। তাই আমাদেরকে সবসময় তাদের অনুসরণ ও অনুকরণ করতে হবে। তিনি আরো বলেন, রাজনীতি মানে ভোগ বিলাশ নয়, রাজনীতি মানে টাকার পাহাড় গড়া নয়, রাজনীতি মানে বৃহৎ জনগোষ্টির কল্যাণ সাধন করা ও রাজনীতি একটি ব্রত। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের অন্যান্য নেত্রীবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে অধ্যাপক পুলিন দে ও আতাউর রহমান কায়সার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পারিবারবর্গের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্মরণ অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করেন।