গভীর সমুদ্রে মাছ ধরা বড় চ্যালেঞ্জ

সচিবালয় প্রতিবেদক : সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভীর সমুদ্রে মাছ ধরা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার জলসীমায় মৎস আরোহণের নতুন দিগন্ত উন্মেচিত হয়েছে। বঙ্গোপসাগরে ১৭৬ প্রজাতির মৎস, ১৩ প্রজাতির চিংড়ি চিহৃত হয়েছে। এখন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরা হয়নি। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। শিগগিরই মাছ ধরার কাজ শুরু হবে।

এ সময় ওই মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।