‘গরমের বছরে পরীক্ষার ফল খারাপ হয়’

আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত গরমের বছরগুলোতে পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল তুলনামুলকভাবে কম ভালো হয়। হার্ভার্ড ও যুক্তরাষ্ট্রের অন্য বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত এক বিস্তৃত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনৈতিক গবেষকরা জানিয়েছেন, উচ্চ তাপমাত্রা ও স্কুলের ভালো ফলাফলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

গত ১৩ বছরে যুক্তরাষ্ট্রের মাধ্যমিক স্কুলগুলোর ১ কোটি শিক্ষার্থীর ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, অতিরিক্ত গরম শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলে। আর এ ক্ষেত্রে বেশি শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ভালো ফল পাওয়া যেতে পারে।

বিবিসি জানিয়েছে, গ্রীষ্মকালে যে সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তাদের বরাবরই অভিযোগ থাকে, উচ্চ তাপমাত্রার আবহওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

তবে এবার হার্ভার্ড, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ও জর্জ স্টেট ইউনিভার্সিটি দাবি করেছে, তাপমাত্রা বাড়লে স্কুলের ফল খারাপ হয় সে ব্যাপারে তারা প্রথমবারের মতো প্রমাণ হাজির করতে পেরেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্বল্প আয়ের পরিবার থেকে আসা ও সংখ্যালঘু পরিবার থেকে আসা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত গরমের প্রভাব তুলনামুলকভাবে বেশি।