গরিব মানুষের সুদের টাকায় নোবেল পাওয়ার ইচ্ছা আমার নেইঃ প্রধানমন্ত্রী

সি পি বিডি ডেস্ক : নোবেল পুরস্কার পাওয়ার জন্য লবিস্ট নিয়োগের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডি লিট ডিগ্রি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে ওই সংবাদ সম্মেলেনে মন্তব্য করেন গোলাম সারওয়ার। এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রক্রিয়া চালানোর আমার কোনো ইচ্ছা নাই। লবিস্ট রাখার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সামর্থ্য থাকলেও এসব আমি সমর্থন করি না। বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারলাম কি না-সেটাই বড় বিষয়। গরিব মানুষের সুদের টাকায় নোবেল পাওয়ার ইচ্ছা আমার নেই।