দ্রব্যমূল্য অসহনীয় হয়ে যাওয়ার অভিযোগ করা আমেরিকান ভোক্তাদের চাপের মুখে বেশ কিছু আমদানি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গরুর মাংস, কলা, টমেটো এবং কফিসহ বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এ শুল্কছাড় বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর ধরা হয়েছে।
সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদ এবং ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয়ের পর অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগের প্রতিফলন দেখা যায়। এমন বাস্তবতায় শঙ্কায় থাকা নাগরিকদের জন্য এই শুল্ক প্রত্যাহারের আদেশটি স্বস্তির বার্তা হিসেবে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার একটি কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়। চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল স্যালভাদর থেকে আমদানীকৃত কিছু খাদ্যপণ্যসহ অন্যান্য পণ্যের ওপর থেকে শুল্ক উঠে যায়। চলতি বছরের মধ্যে এমন আরও চুক্তির পরিকল্পনা আছে আমেরিকান কর্মকর্তাদের।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে শুল্ক আরোপের পক্ষে যুক্তি দিলেও, বাস্তবে পণ্যমূল্যের প্রভাব ভোক্তাদের জীবনে দেখা দেয়। দেশের ভোক্তাদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল গরুর মাংসের রেকর্ড বৃদ্ধি। গরুর মাংসের অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ ব্রাজিলের ওপর ট্রাম্পের উচ্চ শুল্ক আমেরিকার বাজারে পণ্যটির দামে প্রভাব ফেলেছিল।
নির্বাহী আদেশের ফলে শুল্ক তুলে নেওয়া পণ্যগুলোর অনেকগুলোর দাম বছরের ব্যবধানে দুই অঙ্কের ঘরে গিয়েছিল। সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী:
কিমা করা মাংসের দাম: প্রায় ১৩ শতাংশ বেড়েছে।
স্টেকের দাম: প্রায় ১৭ শতাংশ বেড়েছে (তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি)।
কলার দাম: প্রায় সাত শতাংশ বেড়েছে।
টমেটোর দাম: প্রায় ১ শতাংশ বেড়েছে।
সার্বিকভাবে, সেপ্টেম্বরে বাসাবাড়িতে নিয়মিত খাওয়া হয় এমন পণ্যের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছিল। যদিও ট্রাম্প উচ্চ মূল্যস্ফীতির জন্য জো বাইডেনের সময়কার নীতিকে দায়ী করেছেন, তবুও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে তার আরোপিত উচ্চ শুল্কই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছিল বলে মনে করছেন ভোক্তারা।


