সংসদ প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, মাংসের চাহিদা পূরণে মাংসল জাতের গবাদিপশু উৎপাদনে ‘বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় দেশের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটির প্রা্ক্কলিত ব্যয় ৩২ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা।
মঙ্গলবার জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, মাংসের চাহিদা পূরণে মাংসল জাতের গবাদিপশু উৎপাদনে বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় আমেরিকা ও কানাডা থেকে ৬০ হাজার মাত্রা ব্রাহামা জাতের সিমেন আমদানি এবং কৃষক ও খামারিদের কাছ থেকে কৃত্রিম প্রজণনের জন্য ২০ হাজার ৮০০ দেশি গাভী নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, ওই প্রকল্পের আওতায় আজ পর্যন্ত ১ হাজার ৬২০টি ষাঁড় ও ১ হাজার ৩৮০টি বকনা শংকর বাছুর জন্ম নিয়েছে। ১০ হাজার ৪০০ জন নির্বাচিত কৃষক ও খামারি এবং ৩৯০ জন কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৮ ওই প্রকল্পের কাজ সমাপ্ত হবে।
মন্ত্রী আরো বলেন, গো-মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত বছর ৩৫ লাখ গাবাদিপশুকে হৃষ্টপুষ্টকরণের আওতায় আনা হয়েছে। এর ফলে মাংসের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। ২০০৮-০৯ অর্থবছর দেশে জন প্রতি মাংসের দৈনিক প্রাপ্যতা গড়ে ২০ দশশিক ৪৪ গ্রাম থেকে বৃদ্ধি পেয়ে ২০১৫-১৬ সালে ১০৬ দশমিক ২১ গ্রাম হয়েছে।


