
আন্তর্জাতিক ডেস্ক : কাতার ও তার প্রতিবেশীদের মধ্যকার দ্বন্দ্ব আঞ্চলিক বাণিজ্যকে ব্যাহত করছে। কিন্তু পাশাপাশি এরই মধ্যে এক কাতারি ব্যবসায়ী কাতারবিরোধীদের প্রতিরোধ ও আমদানির শূন্যস্থান পূরণ করতে বদ্ধ পরিকর হয়েছেন।
পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার মুতাজ আল খায়াত আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে ৪ হাজার গরু কিনে আনছেন উপসাগরের মরুভূমিতে। তিনি বলেন, দেশের জন্য কাজ করার এই সুবর্ণ সময়।
কাতার এয়ারওয়েজের বিমানে করে আনা হচ্ছে এই গরুগুলো। হিসাব অনুযায়ী, প্রায় ৬০টি ফ্লাইটে এসব গরু আনা হবে। সে হিসেবে ইতিহাসের ‘বৃহত্তম গবাদি বিমানবহন’ বলা যায়।
সৌদি আরবের নেতৃত্বে অভিযোগ তোলা হয়, কাতার ইসলামি জঙ্গীবাদকে সমর্থন দিচ্ছে। কাতার অবশ্য তা পুরোপুরি অস্বীকার করেছে। এর ফলে শুরু হওয়া অবরোধের কারণে বিশ্বের বৃহত্তম মাথাপিছু আয়ের দেশটিকে খাদ্য, নির্মাণসামগ্রী ও প্রাকৃতিক গ্যাস শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির জন্য নতুন বাণিজ্যপথ খুঁজে নিতে হয়েছে। তুরস্ক থেকে দুগ্ধজাত পণ্য বিমানে আনা হচ্ছে। ইরান থেকে আসছে ফল ও শাকসবজি। দেশে উৎপাদিত পণ্য কেনার ব্যাপারেও উৎসাহ বেড়েছে। পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লেনদেন ঠিকঠাকই চলছে।
সপ্তাহখানেক আগেও দোহার ১০ লাখেরও বেশি বাসিন্দার দুধ ও দুগ্ধজাত পন্যের চাহিদা মিটত সৌদি আরব থেকে আমদানির মাধ্যমে। কিন্তু সৌদি আরব ও তার তিন মিত্র কাতারের উপর অবরোধ আরোপ করার পর থেকে দুধের সরবরাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে।
আল খায়াতের প্রতিষ্ঠানের প্রধান ব্যবসা নির্মাণ শিল্প। কাতারের বৃহত্তম শপিং মলও তাদের তৈরি। কিন্তু কোম্পানিটি এখন কৃষিজ শিল্পের দিকে নিজেকে সম্প্রসারিত করছে। দোহার ৫০ কিলোমিটার বা ৩১ মাইল উত্তরে তাদের খামার চালু হয়েছে। মরুর বুকে সবুজ ঘাসে ভরা প্রায় ৭০টি ফুটবল মাঠের আয়তনের সমান এই খামারে ভেড়ার দুধ ও মাংস উৎপাদন করা হয়। বিদেশ থেকে গরু আনার কথাও চলছিল, কিন্তু এরই মধ্যে অবরোধ শুরু হলে প্রক্রিয়াটি ত্বরাণি¦ত করা হয়। হলস্টাইন গরুর জন্য সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এসব কিছুই কাতার সরকারের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনার অংশ। খনিজ তেল নির্ভর অর্থনীতিকে অন্যদিকে পরিচালিত করার এই পরিকল্পনার নাম ‘ভিশন ২০৫০’।
সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও এ মাসের শেষেই দেশজ দুগ্ধ উৎপাদন শিল্প চালু করতে যাচ্ছে বলে জানান আল খায়াত। তিনি আরও জানান, আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ কাতারের দুধের চাহিদার এক-তৃতীয়াংশ মেটাবেন তারা। তবে অবরোধের কারণে গরুগুলোর সামুদ্রিক পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় কোম্পানিটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবহণ খরচ বাবদ এখন প্রতিষ্ঠানটিকে ব্যয় করতে হবে ৮০ লাখ ডলার, যা আগের তুলনায় প্রায় পাঁচ গুণ।
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন