গাঁজা চাষের অপরাধে যুবক কারাগারে

জেলা প্রতিবেদকঃ বাড়িতে গাঁজার চাষ করার অপরাধে বরগুনার আমতলীতে তিনটি গাঁজা গাছসহ মামুন মুসুল্লী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) আমতলী উপজেলার চাওড়া লোদা এলাকা থেকে মামুনকে আটক করে পুলিশ। সে উপজেলার লোদা গ্রামের তোতা মিয়া মুসুল্লীর ছেলে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিলেন মামুন মুসুল্লী। তিন মাস আগে মামুন বাড়ির টয়লেটের পেছনে একটি বালতিতে তিনটি গাঁজার গাছ লাগান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মামুন মুসুল্লীকে আটক করে। পরে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘গাঁজা গাছসহ আটক মামুন মুসুল্লীকে কারাগারে পাঠানো হয়েছে।’