গাঁজা সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আটক এক

জুলকার নাইন ঃ-  বিমানবন্দর রেলওয়ে স্টেশনের গড ফাদার জি আর পি ইনচার্জ আকবর এর কথিত সোর্স হকার নুরুকে ১০ কেজি গাঁজা সহ আটক করে চীফ ইন্সপেক্টর মুজিবুর রহমান। সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হকার নুরুকে দিয়ে অবৈধ গাঁজা ব্যবসা চালিয়ে যাচ্ছে আকবর।

বিমানবন্দর এলাকাকে গাঁজার আখড়া বানিয়ে ফেলেছেন তিনি। সন্ধার পর থেকে গাঁজা সেবনকারীদের অত্যাচারে সাধারণ যাত্রীদের চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে অত্র এলাকা। গাঁজা স¤্রাট আকবর গ্রেফতারকৃত নুরুকে বাচাঁনোর জন্য মরিয়া হয়ে বিভিন্ন তদবির চালায়।

একপর্যায়ে কমলাপুর রেলওয়ে ওসি এবং বিমানবন্দর স্টেশনের চীফ ইন্সপেক্টরকে মেনেজ করে ঘটনা অন্য দিকে নিয়ে যায় এবং মকবুল হোসেন নামক একজন ব্যাক্তিকে ফাসিয়ে গাঁজা সহ চালান দেয় যাহার মামলা নং- ৯/১২ তাং ২১/১২/২০১৭। এভাবেই নিরিহ জন সাধারণকে হয়রানী করা আকবর বিমানবন্দর এলাকায় নিজের অপরাধ দূর্গ গড়ে তুলে। মুঠোফোনে আকবরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নুরু গাঁজা ব্যবসা করে না তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

চীফ ইন্সপেক্টর মুজিবুর রহমান জানান নুরুর কাছে গাঁজার ব্যাগ ছিল তাই তাকে জি আর পি থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান নুরু একজন হকার তাই তাকে মামলায় না জড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অনুসন্ধান চলছে বিস্তারিত জানার জন্য চোখ রাখুন ……………………………………………………