আল-আমীন,মেহেরপুর ঃ
মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মতলেব আলীর ছেলে মাজেদ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অন্তত দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান,মাজেদ আলীর বাড়ির রান্না ঘরে চুলায় রান্নার কাজ চলছিল। এসময় চুলার আগুন আকস্মিক রান্না ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন রান্না ঘরের পাশে পাটের গাইটসহ অন্যান্য আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। আনুমানিক দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়।