আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীতে অনিয়মের অভিযোগে দুজনের চাউলের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান জানান,নানা অনিয়মের অভিযোগ ষোলটাকা ইউনিয়নের আনোয়ার পাশা ও সাহারবাটি ইউনিয়নের জিয়াউর রহমান জিয়ার ডিলার বাতিল করা হয়েছে। তিনি আরো জানান,সরকার প্রান্তিক পর্যায়ে হত দরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের জন্য তাদের ডিলার নিয়োগ করে। আনোয়ার পাশা ও জিয়াউর রহমানের অনিয়মের বিষয় তদন্ত করে সত্যতা পাওয়ার কারনে উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ডিলার শিপ বাতিল করা হয়েছে।