![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/Meherpur-Mobile-courts-jail-Photo-150x150.jpg)
মেহেরপুর প্রতিনিধি ঃমেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজার এলাকা থেকে ইভটিজিং এর দায়ে ২বখাটে আটক করেছে গাংনী থানা পুলিশ । আজ মঙ্গল বার ভোরে আটককৃতরা হলেন বামুন্দী স্কুল পাড়ার কাউছার আলীর ছেলে শাহিন আলম (২২) ও একই পাড়ার ওবাইদুর রহমানের ছেলে বাচ্চু মিয়া (২০) গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বামুন্দী বাজার এলাকায় জেএসি পরিক্ষথীকে ইভটিজিং করে এঘটনার প্রতিবাদ করলে স্কুল ছাত্রীর বাবা মোহাম্মদপুর গ্রামের সোলাইমানকে পিটিয়ে আহত করে বখোটেরা । এঘটনায় তাদের আটক করা হয়েছে ।