গাংনীতে গরু ব্যবসায়ীর উপর বোমা হামলা

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েকান্দি মাঠের সড়কে গরু ব্যবসায়ীদের উপর বোমা হামলার ঘটনা ঘটে । সোমবার রাতে এ ঘটনা ঘটে। তবে বোমা হামলায় রক্ষা পেয়েছেন গরু ব্যবসায়ীরা।
জানা গেছে,গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামসহ আশেপাশের প্রায় ১৬ জন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার ডুগডুগি গো হাট থেকে বাড়ি ফিরছিলেন। রুয়েরকান্দি সড়কের মাঠের মধ্যে পৌঁছলে ছিনতাইকারীরা তাদের লক্ষ করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে এলাকার মানুষ সজাগ হয়। বোমা বিষ্ফোরণের পর ৭/৮ জন ছিনতাইকারী গরু ব্যবসায়ীদের ঘিরে ধরার চেষ্টা করে। এতে ভয় না পেয়ে গরু ব্যবসায়ীরা হৈ-চৈ করে প্রতিরোধ করে । তাদের চিৎকারে গ্রামের মানুষও জড়ো হয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা মানিকদিয়া গ্রামের দিকে পালিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
প্রসঙ্গত, গত ২২ জুন ওই এলাকার ভোলাডাঙ্গা মাঠের সড়কে ছিনতাইকারীদের বোমা হামলায় চার গরু ব্যবসায়ী আহত হয়েছিলেন। তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও ছিনতাই হয়েছিল। এর কয়েকদিন পরে কামারখালী সড়কে মাছ ব্যবসায়ীদের কাছ টাকা ছিনতাই হয়েছিল। তখন পুলিশের তৎপরতা বৃদ্ধি ও কয়েকজন গ্রেফতারের কারণে এতদিন শান্তই ছিল ওই এলাকা। গতকালের ওই ঘটনার জন্য এলাকার চিহ্নিত কিছু ব্যক্তিকে দায়ী করছে বিভিন্ন সূত্র। জড়িতদেও আটক করা না গেলে এলাকায় ছিনতাই-ডাকাতি বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।