![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/gangni-hijra-pic.jpg)
আল-আমীন,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীতে হিজরা সেজে প্রতারনার অভিযোগে হাসিবুল নামের এক হিজরা কে আটক করে মাথার চুল কেটে দিয়েছে রুমা ও মনিরা নামের দুজন হিজরা। বুধবার রাতে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ টেপিপাড়া ঠান্ডুর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
হিজরা রুমা জানান,প্রতারক হাসিবুল নিজেকে হিজরা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারনার পাশাপাশি অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। এনিয়ে হিজরা সহ স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছিল।
হিজরা মনিরা জানান,গাংনী বাজারের মনিরুল ইসলাম মনির হোটেলে সম্প্রতি কাজ শুরু করে হাসিবুল। হোটেলে অবস্থান করে বিভিন্ন স্থানে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় সে। সন্ধ্যার দিকে টেপিপাড়ার ঠান্ডুর ইটভাটা এলাকায় হাসিবুল অনৈতিক কর্মকান্ড করবে একটি সোর্সের মাধ্যমে এমন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। পরে তাকে গনধোলায় শেষে তার চুল কেটে দেয়া হয়েছে।