গাংনীতে পিস্তুল ও গুলিসহ গ্রেফতার-১

আটক

জাহিদ মাহমুদ: মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামের রসূলের বাড়ী থেকে পিস্তুল ও গুলিসহ সাদ্দাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সাড়ে ৬ টার দিকে এ উপজেলার কামারখালি গ্রামের আব্বাস আলীর ছেলে সাদ্দামকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা পিস্তুল ও গুলিসহ গ্রেফতার করে।
এস আই মবকুল হোসেন জানান, সিন্দুরকোটা গ্রামের কামাল হোসেন কে পূর্ব শুত্রার জের ধরে মঙ্গলবার ৬ টার দিকে পিস্তুল নিয়ে গুলি করতে গেলে, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে সংবাদ দিলে তাকে ১রাউন্ড গুলি ও পিস্তুলসহ আটক কারা হয়।