আল-আমীন,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পূজা মন্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক পরিমল সিংহ। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গাংনী ডাকবাংলোপাড়ার পূজামন্ডপ পরির্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক পতœী,অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ মান্নাফ কবির,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান ও সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ উপস্থিত ছিলেন। পরে পূজা উৎযাপন কমিটির সাথে মত বিনিময়ন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় পূজা উৎযাপন করার জন্য স্থায়ী ভাবে একটি জমি বরাদ্দের আবেদন জানান কমিটির সদস্যরা। বিষয়টির বিবেচনার আশ্বাস দেন জেলা প্রশাসক।