মেহেরপুর প্রতিনিধি:
প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবন্ধীতা জয় করা কয়েকজন আত্মপ্রত্যায়ী মানুষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। সভাপতিত্ব করেন শারীরিক প্রতিবন্ধী রাইপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী।
বক্তব্য রাখেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও নারীনেত্রী নুরজাহান বেগম প্রমুখ।