মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবদল নেতা মোরাদ আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুমান বানু। বিএনপির সিনিয়র নেতা আব্দুর রউফ মাস্টার।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান,সাধারণ সাজেদুর রহমান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক,গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান,ছাত্রনেতা রবিউল ইসলাম রবি,জাহিদুর রহমান প্রমুখ।
এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।