আল আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন ( ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫)। আবুল কাশেম গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে। আজ শুক্রবার (২৩/০৯/১৬ ইং) ভোর ৬টার সময় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবুল কাশেম কয়েক বছর যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পারিবারিক সূত্র জানিয়েছে,আজ শুক্রবার বিকেল ৫টার সময় গ্রামে তার জানাজা শেষে স্থানীয় গোরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে।