মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে টাইগার মিয়া (২২) নামের এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সে গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আসাদুল হকের ছেলে।
গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে টাইগার মিয়াকে কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রদান করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,টাইগার মিয়া ভবানীপুর গ্রামের একটি বাঁশবাগানে বসে গাঁজা সেবন করছিল। গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়। এসময় ১০ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ টাইগারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে,আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়।