গাংনীতে রাজাকারের ফাসি হওয়ায় আনন্দ মিছিল

আল-আমীন,মেহেরপুরঃ
গাংনীতে রাজাকারের ফাসি হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে এমএ খালেক বলেছেন, নব্যদলে আসা লোকদের বিষয়ে সর্তক থাকতে হবে। তারা আসলে আ’লীগের আদর্শে অনপ্রাণিত নাকি দলের ভিতরে এসে মীর জাফরের মত দলকে শেষ করে। সেই বিষয়টি মাথায় রেখে দলীয় লোকদের সতর্ক করে দেন। তিনি আরো বলেছেন যারা আ’লীগের রাজনীতি করে তারা কখনো দল ও দলের নেতাদের সর্ম্পকে খারাপ মন্তব্য করে না। তাই দল ও দলের নেতাদের সর্ম্পকে যারা খারাপ মন্তব্য করবে তাদের কাছে আ’লীগের কোন লোক যেন না সেই ব্যাপারে নির্দেশনা দেয়। গতকাল রোববার সন্ধ্যায়
মেহেরপুরের গাংনীতে পৌর আ’লীগের আয়োজনে মীর কাশেমের ফাসি রায় কার্যকর হওয়ায় আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পৌর আ’লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি সাহিদুজামান খোকন, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রকিব, ইন্তা প্রমুখ।