গাংনীতে হরিজন সম্প্রদায়ের সাথে অনৈতিক কর্মকান্ডের শালিস এক সপ্তাহ পিছালো

আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী হাসপাতাল বাজারের হরিজন সম্প্রদায়ের সাথে অনৈতিক কর্মকান্ডের শালিস হওয়ার কথা ছিল শনিবার বেলা দশটার সময়। এর আগে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম অেিযাগকারিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং শনিবার শালিসের দিন ধার্য করেন। কিন্তু শালিসের বিষয়ে পরিপূর্ণ তদন্ত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয় বলে জানান ৪ নং ওয়ার্ড কমিশনার আছেল উদ্দিন ও ৭ নং ওয়ার্ড কমিশনার বদরুজ্জামান বুদু। প্যানেল মেয়র নরিুদ্দিনের বরাত দিয়ে তারা জানান, পৌর সভার বারো জন কমিশনার, গাংনী হাসপাতাল বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, শ্রমীক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যৌথ ভাবে তদন্ত করে আগামী সপ্তাহে এ শালিস বৈঠক শুরু হবে। তবে গাংনী জামান ড্রাগ হাউসের মালিক বিজয় হরিজন সম্প্রদায়ের এক জন স্ত্রীর সাথে যে ঘরে অনৈতিক কর্মকান্ডের কথা উঠেছে সে জায়গা পাবলিক প্লেস হওয়ায় ওখানে তাদের বা কাউকেই বসবাস করতে দেওয়া হবেনা। উল্লেখ্য, গত ২১ তারিখ শুক্রবার রাতে গাংনী হাসপাতাল বাজারের হরিজন পল্লীর এক নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের ঘটনায় স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গাংনী জামান ড্রাগ হাউসের মালিক বিজয়। পরে এ নিয়ে জেলা মটর শ্রমীক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র বরাবর বিচারের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করেন।