আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের জুব্বার আলির স্ত্রী হাসিনা খাতুন (৪৫) গলায় রশি দিয়ে আত্ম হত্যা করেছে। মঙ্গল বার বেলা ৫টার দিকে এ আত্ম হত্যার ঘটনা ঘটে। পরবিার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে তার মেয়ের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এর পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বা সংসারের কোন কাজ করতে পারত না। পরে নানা রোগে আক্রন্ত হলে নিহত হাসিনা কারোর সাথে ঠিক মতো কথা বলত না। ঘটনার দিন বাড়িতে তাকে দেখতে না পেয়ে নিহতের স্বামী ও ছেলে ইসলাম খুঁজতে বের হয়। এক সময় বাড়ির পাশে পান বরজে জিগি গাছে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপ মৃত্যু মামলা হয়েছে। যার নং