গাইবান্ধায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে লাশ ফেলে রেখে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, নিহতের মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে প্যান্ট ও গায়ে শার্ট ও কোর্ট পরা ছিল। তার পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে।