
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুলিশ ভ্যান থেকে শাকিল মিয়া (২৭) নামে এক আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এদের মধ্যে দুজন এটিএসআই ও চারজন কনস্টেবল। তারা গাইবান্ধা জেলা জজ আদালতে দায়িত্বরত ছিলেন।
বুধবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, সোমবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিলকে ইয়াবাসহ আটক করে পলাশবাড়ী থানার পুলিশ। শাকিলকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। শাকিলকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।