
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় জামরুল ইসলাম (৩৭) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের আরো তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামরুল গোবিন্দগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, দুপুরে তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুর যাচ্ছিলেন নাজিম উদ্দিন। পথে বোয়ালিয়া এলাকায় বগুড়াগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে চালক জামরুল ঘটনাস্থলে নিহত হন। আহত হন কারের তিন যাত্রী।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহী