গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে মিজানুর রহমান (২৭) নামে এক রিকশা-ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত ৯ টার দিকে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের বউবাজার এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হয় মিজান।
মিজান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরহাদ ইমরুল কায়েস জানান, গতকাল রাতে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত যাত্রীবেশে মিজানের রিকশা-ভ্যানে ওঠে। পথে বউবাজার এলাকায় তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাটারি চালিত রিকশা ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


