গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মী আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক রয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে স্থানীয় তেলিয়ান সাহারভিটা জামে মসজিদে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতা-কর্মীরা। খবর পেয়ে অভিযান চালিয়ে জামায়াত নেতা ওয়ারেছ আলম দুদু ও এনামুল হকসহ দলের ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।