
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়ার গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, নিজপাড়া এলাকার একটি বাড়িতে বৈঠক করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।