গাইবান্ধায় তৃতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান চলছে

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলে তৃতীয় দিনের মতো জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দিঘলকান্দিসহ আশেপাশের চরগুলোতে গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এ অভিযান চালায়। অভিযানে জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানার সন্ধান, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নৌডাকাতি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কয়েকটি চরে প্রথম দিনের অভিযান পরিচালিত হয়। এ সময় আইয়ুব আলী ওরফে শুকুর আলী (৩০) নামে এক ডাকাতকে আটক করা হয়।

এর পরদিন বুধবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন চরে দ্বিতীয় দিনের অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন কাউকে গ্রেপ্তার বা জঙ্গি আস্তানার সন্ধান মেলেনি।