নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুর ছাত্তার (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ডাকুয়ারকুটি গ্ৰামে এ ঘটনা ঘটে। ছাত্তার ওই গ্রামের বাসিন্দা।
শিশুটির পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে দশ টাকার প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির শিশুটিকে এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আব্দুল ছাত্তার। এসময় শিশুটির চিৎকার দিলে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ছাত্তার। পরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্ত ছাত্তারকে বিকেলে কুপতলা এলাকার ডাকুয়ারকুটি গ্রাম থেকে আটক করা হয়েছে। হাসপাতালের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।