গাইবান্ধায় ধর্ষণ চেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি : জেলার সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শিশু আদালতের বিচারক শফিকুল ইসলাম এ আদেশ দেন।

মোস্তাফিজুর রহমান বাদল সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও লেংগা স্থানীয় বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক লাচু জানান, ওই মামলায় মোস্তাফিজুর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।

তিনি আরো জানান, ধর্ষণ চেষ্টার মামলাটি নারী ও শিশু নির্যাতন আদালত থেকে শিশু আদালতে নেওয়া হয়েছে। শিশু আদালতে মামলাটি পরিচালিত হবে।

গত ৩ জুন ওই স্কুলছাত্রীর চাচা বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর নিজ স্কুলের ওই ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি জানাজানি হলে ছাত্রীটিকে পার্শ্ববর্তী খোর্দ্দ মালিবাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি করে দেয় তার পরিবার। কিন্তু তারপরেও মেয়েটিকে নানাভাবে উত্যক্ত করে আসছিলেন মোস্তাফিজুর।

এরই ধারাবাহিকতায় গত ২৭ মে রাতে ছাত্রীর বাড়িতে যান মোস্তাফিজুর। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোস্তাফিজুর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।