
গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা মামলায় মোজাম মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোজামকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
এর আগে বুধবার রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে মোজামকে গ্রেপ্তার করা হয়। মোজাম উপজেলার উচামারি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
পিবিআই বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন জানান, গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে দুটি মামলা হয়। এরমধ্যে এক মামলার এজাহার নামীয় আসামি মোজাম মিয়া। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত : গত বছরের ৬ নভেম্বর রংপুর চিনি কলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষুখামারে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক ও সাঁওতাল ত্রি-মুখি সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।