গাইবান্ধায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিহাব মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিহাব মিয়া সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে স্থানীয় দারিয়াপুর জয়নাল আবেদিন প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

খোলাহাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ সামাদ আজাদ জানান, শিহাব সকালে খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজারে নানার বাড়িতে তার মায়ের সঙ্গে বেড়াতে আসে। দুপুরে বাড়ির সবার অজান্তে গ্রামের অন্য ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় শিহাব পানি ডুবে নিখোঁজ হয়।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিহাবের লাশ উদ্ধার করে তার স্বজন ও স্থানীয়রা।