গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক ও সাধন কুমার নামে ট্রাকের হেলপার নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় সামছুজ্জামান (৩৫) নামে এক অটোরিকশা চালক ও সাধন কুমার নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার সকালে গাইবান্ধা সদর উপজেলার হাসেম বাজার এলাকায় ও ভোরে জেলার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

সামছুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার হাসেম বাজার কদমতলি এলাকার এবং সাধন কুমার বগুড়া জেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, সকালে সামছুজ্জামান অটোরিকশা চালিয়ে হাসেমবাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সামছুজ্জামান।

এদিকে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, শুক্রবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা আলু বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে পলাশবাড়ী উপজেলা সদরের জুনদহ এলাকায় অপর একটি ট্রাক আলু বোঝাই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের হেলপার সাধন কুমার মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।