গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় আব্দুল মজিদ বাবু (৫৭) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় তার ভাই মোখলেছুর রহমান (৫০) আহত হয়েছেন।
শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদের বাড়ি কোমরপুর বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, আজ ভোরে আব্দুল মজিদ ও মোখলেছুর কোমরপুর মহাসড়কসংলগ্ন পান হাটে আসেন। কাজের ফাঁকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে দুই ভাই কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী আলম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়। গুরুতর আহত মোখলেছুর রহমানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল বাশার জানান, স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


