গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অর্ধশত যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সাদুল্যাপুর-নলডাঙ্গা সড়কের উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে লাইট ট্রান্সপোর্টের একটি বাস সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় আসছিল। বাসটি কান্তনগর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন।
বাসের যাত্রীদের অভিযোগ, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে বাসটি ভাড়া নিয়ে তারা বাড়ি ফিরছিলেন।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। এছাড়া খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।