
গাইবান্ধা প্রতিনিধি :জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সিয়াম মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নাকাইহাট বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। সিয়াম উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মজিবুর রহমান জানান, সিয়াম ও তার বাবা রফিকুল ইসলাম দুজনে নাকাইবাজারে একটি চায়ের দোকান চালাতেন।
শনিবার রাতে দোকান বন্ধ করে সিয়াম দোকানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দোকানের সিলিংয়ের সঙ্গে সিয়ামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি থানায় জানায় সিয়ামের বাবা ও স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।