গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে জেলা শহরের শাপলা মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আতিক হাসান রনি সদর উপজেলার বল্লমঝাড়া ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক নাশকতা মামলার আসামি রনি। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওসি আরো জানান, গোপন খবরে অভিযান চালিয়ে শহরের শাপলা মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা হাজতে রনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।