
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “দেশের সকল ইসলামী দল ও ব্যক্তির সাথে আমাদের বন্ধন অনেক মজবুত। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি। জামায়াতের একজন রুকন হিসেবে দায়িত্ব ছাড়া থাকা যায় না। আল্লাহর সন্তুষ্টিই আমাদের একমাত্র কাম্য। জামায়াতের সকল কার্যক্রম পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়ে থাকে। পরামর্শের ভিত্তিতে কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায়। নতুনভাবে অর্পিত দায়িত্ব ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত ও জনশক্তির মান উন্নয়নের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমাদের সর্বাবস্থায় দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে হবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন বৃহস্পতিবার গাইবান্ধা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম। অধিবেশনে নবনির্বাচিত শূরার সদস্যদগণ (পুরুষ ও মহিলা) জেলা আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন।
অধিবেশনে ৯ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জনাব মো: আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আব্দুর রহিম সরকার।