
নিজস্ব প্রতিবেদক : রোববার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানান। গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আগামী ১৩ মার্চ উপনির্বাচন হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। এস এম আসাদুজ্জামান জানান, গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৩ মার্চ।
গত ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য হয় বলে জানান এস এম আসাদুজ্জামান।