ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এহেতাশামুল হক (৪৮) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর আলম নামে আরেক শিক্ষক আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এহেতাশামুল হক চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের মৃত আজিজুর রহমানের ছেলে। আহত জাহাঙ্গীর একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে এহেতাশামুল ও জাহাঙ্গীর চুয়াডাঙ্গা সরকারি কলেজে যাচ্ছিলেন। আঠারো মাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে এহেতাশামুল হক মারা যান।