আল-আমীন ,মেহেরপুরঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বাঁশ বাড়িয়া গ্রামের আজিজুল হক মাষ্টারের গাছ আর গাছ, লাগানোয় যার কাজ ।
গাছই জীবন গাছই মরন এইতো আমার সাধনা পেশায় প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক আজিজুল হক মাষ্টার মেহেরপুর কুষ্টিয়া সড়কের পার্শের পতিত জমিতে বাড়ীর আনাচে কানাচে পড়ে থাকা ফাকা জায়গা দেখতে পেলেই লাগিয়ে থাকেন গাছ।শুধু গাছ লাগানো নেশা ছিলো তার। বর্তমানে বয়সে ভারে নুয়ে পড়েছেন এই গাছ পিতা। তিনি একজন ইসলাম ভীরু ধমীয় ভাবা পৃর্ন মানুষ, অত্যান্ত নমনীয় স্বভাবের লোক সংসার জীবনে ৫ পুত্র ৩ কন্যা গাংনী উপজেলার মানুষেরা গাছ পাগল বলে ডাকেন। ফলজ বনজ ঔষধী সহ নানা প্রজাতির গাছ আজ রাজসাক্ষী হয়ে দাড়িয়ে আছে। শত শত বৃক্ষ চৈত্র মাসে নিজ কাঁধে কলস ভর্তি পানি নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে গাছ গুলিকে বাঁচিয়ে রাখেন। পুত্র কন্যা সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন বাঁশবাড়িয়া থেকে গাঁড়াডোব পর্যন্ত সড়ক ও জনপথের জায়গায় লাগানো শত শত ফলজ গাছ থেকে প্রতি বৎসর হাজার হাজার টাকা রাজ্বশ পেয়ে থাকেন সরকার গাংনী পৌরসভার ১নং ওয়ার্ডে সাবেক কমিশনার ও প্যানাল মেয়র-৩ মিজানুর রহমান (মদন) জানান নবজাতক শিশুকে পিতা মাতা যে ভাবে লালন-পালন করেন ঠিক সে ভাবে গাছ পিতা আজিজুল হক মাষ্টার গাছকে বড় করে তোলেন তিনি যেনো সমাজে এক অনোন্য দৃষ্টান্ত।
৮নং ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান আমি যখন তাকে দেখি তখন কোন না কোন গাছে পরির্চযা করিতেছে।
্গাছ পিতা আজিজুল হক মাষ্টার এই প্রতিনিধি কে জানান, তার গাছ লাগানো শুরু ১৯৬১ সাল থেকে এই গাছ পিতার বর্তমান বয়স-৭৭ বৎসর গতকাল সোমবার চিতলা বাজারে নিজের ৩০০ টাকা খরচ করে গাছ লাগান তিনি আরো বলেন আমার গাছ লাগানো উদ্দ্যেশ তিনটি গাছ লাগানো ছাদকায় জারিয়া, গাছ মানুষকে অ´িজেন দিয়ে বাঁচিয়ে রাখে, প্রণিকুল গাছে ফল ফলাদি খেয়ে জীবন ধারণ।