
আজ ১৪ এপ্রিল রোজ সোমবার ,পাবনার বেড়া উপজেলায় সি এন্ড বি বাস স্ট্যান্ডে গাজায় গণহত্যার বিরুদ্ধে বেড়া প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।সকাল ১০ঃ৪৫ মিনিটে প্রতিবাদ সভায় বেড়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে । স্বতঃস্ফূর্তভাবে তীব্র গরমের মাঝেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উল্লেখিত প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন ।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক আবু জর গিফারী এবং বেড়া প্রেস ক্লাবের সভাপতি,মোঃ আব্দুল হান্নান ।মোঃ আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন যে,ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়ানোএই মুহূর্তে সকল মুসলিম দেশের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব ।জাতিসংঘ ,আরব লীগ এবং ওআইসির যথাযথ ভূমিকা পালন করা দরকার ।ফিলিস্তিনে গন হত্যার বিরুদ্ধে আমেরিকার কোথায় সেই মানবাধিকার ?প্রতিবাদ সভা থেকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয় ।