
গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। প্রস্তাবিত এই পরিকল্পনায় পাঁচ থেকে সাত বছর পর্যন্ত স্থায়ী একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয়া হবে। সেই সাথে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে এবং ইসরায়েল পুরোপুরি গাজা থেকে সরে যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। তবে, প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি রাজি হবে এই প্রস্তাবে?
ইতোমধ্যে, গাজা উপত্যকায় সব সময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার (১৬ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন।
ইসরায়েল কাটজ বলেছেন, ‘পূর্বে কখনও গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি সেনা উপস্থিত ছিল না। তবে এখন থেকে আর এমনটা হবে না। গাজার বাসিন্দারা ইসরায়েলি কমিউনিটির মধ্যে মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা। গাজার নিরাপত্তা জোনে এখন থেকে সব সময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবে’।
এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রীর আদেশে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) গত ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ১৮ মার্চ গাজায় গাজায় পুনরায় হামলা শুরু করে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে এটিকে একটি ‘রিভিয়েরা’য় (বিলাসবহুল পর্যটন অঞ্চল) রূপান্তরের প্রস্তাব দিয়েছিলেন।
ট্রাম্পের এমন বক্তব্যের পর অধিকৃত পশ্চিম তীরে সৌনা, জ্যাকুজি এবং কোল্ড প্লাঞ্জের মতো সুবিধাসহ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ফেসবুক পেজে প্রচার করছে ইসরায়েলি কনস্ট্রাকশন কোম্পানি রামাত আদেরেট।
আর্থিক তথ্য সংস্থা পিচবুকের মতে, ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এই কোম্পানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরায়েল থেকে তহবিল পেয়েছে।
পশ্চিম তীরের মা’আলে আদুমিম এবং ইফরাতের বসতিতে অবস্থিত মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট কর্তৃক আরও ৪৮টি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে ।
কমপক্ষে ৫২টি বিজ্ঞাপন ইসরায়েলি রিয়েল এস্টেট সংস্থাগুলো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে পোস্ট করেছে।
তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে দেখা যায়, স্থায়ী যুদ্ধ বিরতি কিংবা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোন ধরনের ইচ্ছা নেই ইসরায়েলের। এছাড়াও মার্কিন সমর্থন যদি আরও জোরালো হয়, তাহলে অস্ত্র, গোলা বারুদসহ সকল ক্ষেত্রে সুবিধা পাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতে জিম্মি ফিরিয়ে আনা নেতানিয়াহুর জন্য একটি বাহানা মাত্র বলে দাবি করছেন ইসরায়েলি জনগণ। এমনকি, ক্ষমতায় টিকে থাকার জন্য জোর করে যুদ্ধ দীর্ঘায়িত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে মন্তব্য করছেন দেশটির বিরোধী দলের নেতারা।
এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাসকে নতুন প্রস্তাব দেয়া কতটুকু সুফল বয়ে আনবে, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।