
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার ভয়াবহতার চিত্র তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে, সেখানে প্রতিদিন গড়ে ১০ জন শিশু এক বা উভয় পা হারাচ্ছে।
জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজার মোট এক লাখ ৩৪ হাজার ১০৫ বাসিন্দা যুদ্ধ-সম্পর্কিত আঘাতে নতুন করে পঙ্গুত্ববরণ করেছে। এর মধ্যে রয়েছেন ৪০ হাজার ৫০০ জনের বেশি শিশু। এই শিশুরা কেউ হাত বা পা হারিয়েছে, কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে।
জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘এটি কেবল একটি পরিসংখ্যান নয়- এটি হাজার হাজার শিশুর জীবনের স্থায়ী বেদনার প্রতিচ্ছবি। এদের অনেকে এখন জীবনভর হুইলচেয়ার বা কৃত্রিম অঙ্গের উপর নির্ভরশীল হয়ে পড়বে’
তিনি আরও বলেন, এই ধরনের চরম ক্ষতির পরিণাম শুধু শারীরিক নয়, এর গভীর মানসিক প্রভাবও রয়েছে। বহু শিশু এখন তীব্র মানসিক ট্রমা, আতঙ্ক, এবং দীর্ঘমেয়াদি উদ্বেগে আক্রান্ত।
জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নিদর্শন’ হিসেবে বর্ণনা করেছে এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং পূর্ণ স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।
বিশ্ব সংস্থাটির মতে, গাজার স্বাস্থ্যব্যবস্থা ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ বিপর্যস্ত। আহতদের চিকিৎসা, সংক্রমণ নিয়ন্ত্রণ, ও কৃত্রিম অঙ্গ সংস্থাপন- সবকিছুই চরমভাবে ব্যাহত হচ্ছে। খবর জিও নিউজটিভির।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বলেন,‘এমন ভয়াবহ মাত্রার মানবিক বিপর্যয়ের পরও যদি আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকে, তাহলে আমাদের নৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন উঠবে।’
তিনি অবিলম্বে শিশুদের রক্ষা, যুদ্ধবিরতি কার্যকর, এবং যুদ্ধাপরাধের তদন্তে নিরপেক্ষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
এই মুহূর্তে, গাজার প্রতিটি দিন মানে হচ্ছে আরো কিছু শিশুর পা হারানোর দিন, আর একটি জাতির শৈশব ধ্বংস হওয়ার অধ্যায়।